মাউন্টেন গরিলা

ভয়াবহ চেহারার  গরিলার কথা মনে হলেই কেমন যেন লাগে।বিশালদেহী,লোমওয়ালা,কিম্ভূতকিমার একটি প্রানী।পরিনত বয়সে একটি গরিলা প্রায় দুই মিটার লম্বা হয়ে থাকে।কিন্তু ওজনে প্রায় ৩ জন মানুষের সমান হয়।একটি গরিলা চাইলে একটা মানুষকে পিষে ফেলতে পারে।কিন্তু গরিলাদের উত্যক্ত না করলে তারা কখনো আক্রমণ করে না।(অনেকেই বলে গরিলারা পোষ মানে না।হয়ত তা বলার কারন গরিলারা যদি রেগে যায় তবে তাদের সামলানো যায় না।তখন তারা খুবই ভয়ঙ্কর হয়।)
দেখতে যেরকমই হক না কেন গরিলারা স্বভাবে খুবই শান্ত - ভদ্র।বিনা কারণে কখনো কারো ক্ষতি করে না।বিজ্ঞানিরা ,পুরুষ ও মহিলা উভয়েই, গরিলাদের সাথে বহু দিন ধরে কাজ করছেন।তাদের সাথে বন্ধুত্ব করেছেন।কিন্তু কখনো কারো ক্ষতি করেছে এমনটি শোনা যায়নি।
এই লোমশ প্রানীটি অরণ্যে বাস করে।পরিবার পরিজন নিয়ে এরা দলবদ্ধ ভাবে বাস করে।খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায়।গরিলাদের খাদ্য হল গাছের পাতা,ছালবাকল,ফলমূল,ফুল, লতাপাতা,ডালের কচি অংশ।এরা ক্বচিৎ-কদাচিৎ
পানি খায়।আলাদা ভাবে এদের পানির প্রয়োজন হয় না।কারন তারা তাদের খাদ্যের রসালো অংশ থেকেই তাদের জন্য প্রয়োজনীয় পানি পেয়ে যায়।
গরিলাদের খাওয়া আর ঘুমানো ছাড়া আর কোন কাজ নেই।বড়রা যখন ঘুমায় বা তন্দ্রাচ্ছন্ন থাকে।ছোটরা তখন মানুষের বাচ্চার মত বড়দের আশেপাশে ঘুরঘুর করে।নিজেরা ছুটাছুটি করে,গাছে চড়ে,খেলাধুলা করে সময় কাটায়।
রাত হলে রড়রা লতাপাতা, ডালপালা দিয়ে বাসা তৈরি করে ছোটদের নিয়ে থাকে।
গরিলারা পিছনের পায়ে ভর দিয়ে মানুষের মত হাটে।কখনো কখনো আবার হাতের আঙ্গুলের পিটে ভর দিয়ে হাতেপায়ে চলে।গরিলারা সাধারণ মাটিতে থাকে।তবে মাঝেমধ্যে গাছেও চড়ে বেড়ায়।
গরিলাদের মধ্যে দুটো দল একদল থাকে সমতল ভূমিতে,আরেকদল থাকে পাহাড়ে।উভয় দলের অস্তিত্বই এখন বিপন্ন।
এদের মধ্যে পাহাড়িদের আবস্থা বেশি খারাপ।শিকারীরা গরিলাদের মাথার খুলি ও পশমের জন্য এদের হত্যা করে।
শুধু তাই না গরিলাদের আবাস ভূমি গুলো মানুষ
দিনদিন দখল করে নিচ্ছে।সুতরাং একটা সমূহ বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।যে হারে এদের বাসযোগ্য স্থানের কমতি হচ্ছে সেই হারেই তাদের খাদ্যের ঘাটতি হচ্ছে।আরও বেশি করে যদি মানুষ গরিলাদের বাসস্থানে বসবাস শুরু করে।তাহলে গরিলাদের বেঁচে থাকার আর সম্ভাবনাই থাকবে না।
কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এদেরও দরকার আছে।এরা প্রকৃতির সৌন্দর্য।তাদের বাঁচারা প্রয়োজন।
প্রকৃতির সব অজানা তথ্যের জন্য সব সময়ই সাথে থাকুন
Www.naturelife.Ga
ধন্যবাদ।♻


Share This

0 Response to "মাউন্টেন গরিলা"

Post a Comment

আপনার মন্তব্য জানান