বিচিত্র আমাদের এই পৃথিবী। অসংখ্য ফুল,ফল,আর গাছপালায় ভরা এই পৃথিবী এর কোনটা বড় কোনটা ছোট, কোনটার আকার আমাদের চেয়েও বড় আবার কোনটার আকার এত ছোট যে খালি চোখে দেখা যায় না।
সাধারণত আমরা 3 ধরনের ফুলের আকার দেখি বড়, মাঝারি ও ছোট। এর মধ্যে মাঝারি আকারের ফুলই আমরা বেশি দেখি। যেমন শাপলা, গোলাপ, ডালিয়া, কদম, কসমস, রজনীগন্ধা
ছোট আকারের ফুল যেমন বেশি একটা দেখা যায় না তেমন বড় আকারের ফুলও তেমন দেখা যায় না।বড় ফুলের মধ্যে সূর্যমুখী, Rafflesia ইত্যাদি রয়েছে।
এর মধ্যে Rafflesia পৃথিবীর সবচেয়ে বড় ফুল।এর পুরো নাম
নিরক্ষীয় অঞ্চলে এদের বেশি দেখা যায়।বিশেষ করে সুমাত্রা,জাভা,র্বোনিও প্রভৃতি দ্বীপে এ ফুল বেশি ফোটে।তবে আশ্চর্য যে,এটি কিন্তু একটা পরগাছা জাতীয় ফুল।এক প্রকার পরগাছায় এই ফুলটি ফোটে।
Rafflesia এর পুরো জীবনটা সত্যিই সৃষ্টিছাড়া।প্রায় এক থেকে দের বছর সময় লাগে এর কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটতে। কিন্তু ফোটার মাত্র দুদিনের মধ্যেই সব শেষ! Rafflesia এর পুরো গাছটাই ওর শিকড়। যে গাছে পরগাছাটি জন্মে
সে গাছের শিকড়ে Rafflesia ফোটে। কলি থেকে ফুল ফোটার সময় এর ব্যাস হয় 3.4 ফুট,আর ফোটা সম্পূর্ণ হলে এর ব্যাস হয় 9 ফুট।সাধারণত এর পাপরী 5 টি। এর রং কিছুটা লালচে ইটের মত,কখনও গাঢ় বেগুনী।র্জামানির এক উদ্ভিদ বিজ্ঞানী এর সৃষ্টিছাড়া ব্যাপার দেখে একে পাগলা ফুল বলে আবহিত করেন।
1818 সালে জাভার লে. গভর্নর স্ট্যামর্ফোড রেফ্লেশ এবং বিশিষ্ট প্রকৃতি বিজ্ঞানি ড. যোশেফ আরনোলড ইন্দোনেশিয়ার সুমাত্রায় এই আশ্চর্যজনক ফুলটি আবিষ্কার করেন।তাদের নাম অনুসারেই এই ফুলের নামকরণ করা হয়েছে
Rafflesia Arnoldii
সাধারণত আমরা 3 ধরনের ফুলের আকার দেখি বড়, মাঝারি ও ছোট। এর মধ্যে মাঝারি আকারের ফুলই আমরা বেশি দেখি। যেমন শাপলা, গোলাপ, ডালিয়া, কদম, কসমস, রজনীগন্ধা
ছোট আকারের ফুল যেমন বেশি একটা দেখা যায় না তেমন বড় আকারের ফুলও তেমন দেখা যায় না।বড় ফুলের মধ্যে সূর্যমুখী, Rafflesia ইত্যাদি রয়েছে।
এর মধ্যে Rafflesia পৃথিবীর সবচেয়ে বড় ফুল।এর পুরো নাম
নিরক্ষীয় অঞ্চলে এদের বেশি দেখা যায়।বিশেষ করে সুমাত্রা,জাভা,র্বোনিও প্রভৃতি দ্বীপে এ ফুল বেশি ফোটে।তবে আশ্চর্য যে,এটি কিন্তু একটা পরগাছা জাতীয় ফুল।এক প্রকার পরগাছায় এই ফুলটি ফোটে।
Rafflesia এর পুরো জীবনটা সত্যিই সৃষ্টিছাড়া।প্রায় এক থেকে দের বছর সময় লাগে এর কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটতে। কিন্তু ফোটার মাত্র দুদিনের মধ্যেই সব শেষ! Rafflesia এর পুরো গাছটাই ওর শিকড়। যে গাছে পরগাছাটি জন্মে
সে গাছের শিকড়ে Rafflesia ফোটে। কলি থেকে ফুল ফোটার সময় এর ব্যাস হয় 3.4 ফুট,আর ফোটা সম্পূর্ণ হলে এর ব্যাস হয় 9 ফুট।সাধারণত এর পাপরী 5 টি। এর রং কিছুটা লালচে ইটের মত,কখনও গাঢ় বেগুনী।র্জামানির এক উদ্ভিদ বিজ্ঞানী এর সৃষ্টিছাড়া ব্যাপার দেখে একে পাগলা ফুল বলে আবহিত করেন।
1818 সালে জাভার লে. গভর্নর স্ট্যামর্ফোড রেফ্লেশ এবং বিশিষ্ট প্রকৃতি বিজ্ঞানি ড. যোশেফ আরনোলড ইন্দোনেশিয়ার সুমাত্রায় এই আশ্চর্যজনক ফুলটি আবিষ্কার করেন।তাদের নাম অনুসারেই এই ফুলের নামকরণ করা হয়েছে
Rafflesia Arnoldii
এমন সব চমকপ্রদ তথ্য সংগ্রহ করতে সব সময়ই NatureLife.Ga এর সাথেই থাকুন।
0 Response to "পৃথিবীর সবচেয়ে বড় ফুল Rafflesia!"
Post a Comment
আপনার মন্তব্য জানান