ঘরের কোণে বা বারান্দার মধ্যে টবে বা বোতলের মধ্যে মানিপ্লান্ট লাগানোর সখ অনেকেরই আছে।
মাটি ছাড়া শুধু মাত্র সাধারণ পানিতে মানিপ্লান্ট বেচে থাকে।মাঝে মাঝে পানি বদলে দিতে হয়।নলকূপের পানি যাতে গাছের প্রয়োজনীয় কোন খাবার থাকে না,সেখানে মানিপ্লান্ট কীভাবে বেচে থাকে?শুধু বেঁচেই থাকে না ধীরে ধীরে বেড়ে ওঠে।
এটা একটা গবেষণার বিষয়।অনেক পরীক্ষার পর বিজ্ঞানিরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
মাটি ছাড়া শুধু মাত্র সাধারণ পানিতে মানিপ্লান্ট বেচে থাকে।মাঝে মাঝে পানি বদলে দিতে হয়।নলকূপের পানি যাতে গাছের প্রয়োজনীয় কোন খাবার থাকে না,সেখানে মানিপ্লান্ট কীভাবে বেচে থাকে?শুধু বেঁচেই থাকে না ধীরে ধীরে বেড়ে ওঠে।
এটা একটা গবেষণার বিষয়।অনেক পরীক্ষার পর বিজ্ঞানিরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
আমরা দেখি মানিপ্লান্টের পাতা তুলনামূলক ভাবে একটু বড়।এর একটি গুরুত্ব পূর্ণ কাজ হল
এরা মৃদু আলোতেও খাদ্য তৈরি করতে পারে।মানে ঘরের লাইটের আলোতেও খাদ্য তৈরি করতে পারে।আমরা জানি সব গাছই সূর্যের আলো দ্বারা জৈব প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে।মানিপ্লান্টও তেমনি নিজের খাদ্য তৈরি করে।কিন্তু প্রশ্ন হল মানিপ্লান্ট খনিজ লবণ পায়
কোথা থেকে।বায়ুতে ভেসে আসা কিছু খনিজ লবণ মানিপ্লান্ট যে পায় না এমন নয়,কিন্তু তাতে তার প্রয়োজন মেটে না।আর নাইট্রোজেন লবন ছাড়া ত আর বাতাসের নাইট্রোজেন তো গাছ নিতে পারে না।
এখানে একটা কথা হল,মানিপ্লান্টের বৃদ্ধি খুব কম হয়।নিচের একটি পাতা ঝরে পড়লে তবেই নতুন পাতা জন্মে।আর পাতাটি ঝরার সময় সবুজ থেকে হলুদ তারপর শুকিয়ে ঝরে।ঝরার সময় ঐ পাতার খনিজ লবন ও নাইট্রোজেন গাছের কান্ডে চলে যায়।আর তা থেকেই নতুন পাতা পুষ্টি পায়।
এরা মৃদু আলোতেও খাদ্য তৈরি করতে পারে।মানে ঘরের লাইটের আলোতেও খাদ্য তৈরি করতে পারে।আমরা জানি সব গাছই সূর্যের আলো দ্বারা জৈব প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে।মানিপ্লান্টও তেমনি নিজের খাদ্য তৈরি করে।কিন্তু প্রশ্ন হল মানিপ্লান্ট খনিজ লবণ পায়
কোথা থেকে।বায়ুতে ভেসে আসা কিছু খনিজ লবণ মানিপ্লান্ট যে পায় না এমন নয়,কিন্তু তাতে তার প্রয়োজন মেটে না।আর নাইট্রোজেন লবন ছাড়া ত আর বাতাসের নাইট্রোজেন তো গাছ নিতে পারে না।
এখানে একটা কথা হল,মানিপ্লান্টের বৃদ্ধি খুব কম হয়।নিচের একটি পাতা ঝরে পড়লে তবেই নতুন পাতা জন্মে।আর পাতাটি ঝরার সময় সবুজ থেকে হলুদ তারপর শুকিয়ে ঝরে।ঝরার সময় ঐ পাতার খনিজ লবন ও নাইট্রোজেন গাছের কান্ডে চলে যায়।আর তা থেকেই নতুন পাতা পুষ্টি পায়।
এই ধরনের আরও তথ্য পেতে সবসময়ই সাথে থাকুন NatureLoad.Blogspot.Com এর।
0 Response to "মাটি ছাড়া মানিপ্লান্ট মারা যায় না কেন?"
Post a Comment
আপনার মন্তব্য জানান