জীবন্ত জীবাশ্ম

জীবন্ত জীবাশ্ম

কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক জীবদের বিলুপ্তি ঘটেছে । এই সকল জীবদের জীবন্ত জীবাশ্ম বলে ।এরা পরিবেশ এর সাথে অভিযোজন করে বেঁচে আছে। লিমুলাস বারাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী , স্ফোনোডন নামক সরীসৃপ প্রাণী , প্লাটিপাস নামক স্তন্যপায়ী ইত্যাদি এবং ইকুইজিটাম , নিটাম ও গিংকো বাইলোবা নামক উদ্ভিদগুলো জীবন্ত জীবাস্ম এর উদাহরন।

লিমিউলাস জীবাস্ম এর উৎভব ঘটেছিল প্রায় ৪০০ মিলিয়ন বছর পর্বে। আর সাথের অন্যান্য আর্থ্রোপোডাগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু এরা আজও বেঁচে আছে। তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। 

এ রকম আরো  খবর পেতে NatureLoad.Blogspot.Com সাথে থাকুন।
Share This

0 Response to "জীবন্ত জীবাশ্ম "

Post a Comment

আপনার মন্তব্য জানান