লুপ্ত প্রাণী

 ডোডো 

আমাদের এই পৃথিবীতে এই প্রকৃতিতে এমন অনেক প্রাণী ছিল যারা আজ আর একেবারেই নেই । সম্পূর্ণ নিশ্চিন্ন । বিলুপ্ত হয়ে গেছে । ডোডোরাও তেমনি । এখন আর নেই কিন্তু এক সময় সত্যি-সত্যিই ছিল । ঝাঁক-ঝাঁক ডোডো পৃথিবীর মাটিতে ঘুরে বেড়িয়েছে । আফ্রিকা মহাদেশের কিছু দূরে ভারত মহাসাগরের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ-মরিশাস । মরিশাস দীপ জুড়ে ডোডোদের বাস ছিল । বেশ বড়সড় পাখি। বর্তমানে টার্কি মোরগের থেকে একটু বড় হবে । শরীরের তুলনায় পাখা দুটো ছোট্টখাট্ট হওয়াতে তারা উড়তে পারত না । তার ওপর পা দুটো ছিল বেঁটেখাটো , ফলে তেমন দৌড়াতে পারত না । ডোডোরা না পারতো উড়তে না পারতো দৌড়াতে । সতরাং সারাটা দ্বীপে এই দোদোর হেলে দুলে বেড়াত ।
সে অনেক দিনের কথা । এ দ্বীপে তখনও মানুষ বসতি গড়েনি । আসলে ১৫০৭ সালের আগে এ দ্বীপের খোঁজও কেও পায়নি । তারপর এক সময় পানীয় জল ও আহারের সন্ধানে এই অচির দ্বীপের গায়ে জাহাজ ভিড়তে শুরু করল । নাবিকরা নামল শিকার করতে । আর অনায়াসে তারা হৈচৈ করে ডোডো পাখি ধরে জাহাজে খাদ্যের অভাব ঘোচাতে শুরু করলো ।
১৬০০ সালের দিকে মানুষ এ দ্বীপে স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করলো । দ্বীপে আদিবাসী ডোডো হলো নতুন আদিবাসীদের নিয়মিত খাদ্য । এমনকি মানুষ এর সাথে যে কুকুর এল তারাও ডোডোদের মারতো-আনন্দে শিকার করল । ১৬৮১ সাল নাগাদ মরিশাস দ্বীপে আর একটি ডোডো ও অবশিষ্ট রইল না। মানুষের খাদ্যে পরিণত হয়ে পুরো একটি প্রজাতি একেবারে নিশ্চিন্ন হয়ে গেল-বিলুপ্ত হয়ে গেল একেবারে ।
এ রকম আরো তথ্য পেতে NatureLoad.Blogspot.Com এর সাথে থাকুন ।
Share This

0 Response to "লুপ্ত প্রাণী "

Post a Comment

আপনার মন্তব্য জানান