পানির গতি পথ পরিবর্তন

পানির গতি পথ পরিবর্তন 



১৯৭৫ সালে ভারত সরকার গঙ্গার পানির গতিবেগ পরিবর্তন করে। ১৯৭৭ গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়। পরবর্তিতে পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য ১৯৯৬ সালে আরেকটি চুক্তি হয়। গঙ্গার পানির এই গতিপথ পরিবর্তনের কারণেই বাংলাদেশের উত্তরাঞ্চলের অনেক নদী পানি শুন্য হয়ে পড়েছে , যা ঐ অঞ্চলকে অনেকটা মরুভূমিতে পরিণত করেছে। ঢাকা শহরে দৈনিক প্রায় ৫০০ মেট্রিক টন কঠিন বর্জ্য পদার্থ উৎপাদন করে। এর প্রায় অর্ধেক পরিমাণ ঢাকা সিটি কর্পোরেশন সংগ্রহ করে ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসে এবং বাকি অর্ধেক নর্দমার নালা দিয়ে বা অন্য উপায়ে নদীতে গিয়ে পড়ে। নদী এ সব বর্জ্য দিয়ে ভরে উঠছে , নদীর পানি বিষাক্ত হয়ে পড়ছে। এ অবস্থা চলতে থাকলে শিগগিরই বুড়িগঙ্গা , শীতলক্ষা ও বালু নদী মরে যাবে। চট্টগ্রাম শহরের আশপাশের নদী গুলোর অবস্থাও একই। এছাড়া ভারত ব্রম্মপুত্র নদের পানির গতিপথও পরিবর্তন করে শিলিগুড়ি করিডর দিয়ে পশ্চিমাঞ্চলে নেওয়ার পরিকল্পনা করেছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রায় ৩০০ বর্গকিলোমিটার হাওর এলাকাসহ পুরো দক্ষিণাঞ্চলে পানিসম্পদ বিপর্যয় নেমে আসবে। সম্প্রতি ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছে , তাতেও বাংলাদেশের পূর্বাঞ্চলের পুরো এলাকা মরুভূমিতে পরিণত হতে পারে। 

এরকম আরো বিজ্ঞান বিষয়ক তথ্য পেতে NatureLoad.Blogspot.Com সাথেই থাকুন।
Share This

0 Response to "পানির গতি পথ পরিবর্তন "

Post a Comment

আপনার মন্তব্য জানান