উড়ন্ত কাঠবিড়াল
কাঠবিড়াল একটি অতি পরিচিত প্রাণী । কাঠবিড়ালের প্রকারভেদ অনেক । সাধারনত ওদেরকে দুটো শ্রেণীতে বিভক্ত করা হয় । যথা-মাটিতে থাকা কাঠবিড়াল ও গাছে থাকা কাঠবিড়াল । এই দুই প্রধান শ্রেণীর কাঠবিড়াল বাদেও আর এক প্রকার কাঠবিড়াল আছে । ঐ কাঠবিড়ালগুলি উড়ন্ত কাঠবিড়াল বলে পরিচিত ।
উড়ন্ত কাঠবিড়ালের প্যারাসুটের মতো পাতলা পর্দা থাকে । ঐ পর্দা ওদের দেহের উভয়পাশে , সামনে ও পিছনের অঙ্গের সাথে সংযুক্ত থাকে । যখন ওরা ওদের পা বিস্তৃত করে , তখন গ্ল্যাইডারের ডানার মতো ঐ পর্দা ঝাপটা খায় বা আন্দোলিত হয় । এর ফলে হাওয়ায় ওরা ভেসে চলতে পারে । হাওয়ায় ভেসে চলাকালে যদি পেঁচা বা অন্য কোনো শত্রু কর্তৃক আক্রান্ত হয় তা হলে ওরা সঙ্গে সঙ্গেই গাছে ফিরে আসে এবং গাছের গুঁড়িতে লুকিয়ে নিজেদেরকে রক্ষা করে ।
আজ পর্যন্ত মানুষ প্রায় ৩৫ প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালের কথা জেনেছে । উত্তর আমেরিকা , ইউরোপ এবং এশিয়ার কোনো-কোনো অংশে ওদেরকে দেখতে পাওয়া যায় । আমরা ওদেরকে খুব কমই দেখতে পাই । তার কারণ , সাধরণত ওরা দিনের বেলায় ঘমিয়ে কাটায় । ওদের গায়ে কোমল লোম থাকে । চোখ দুটো বেশ বড় বড় ।
লেজ বাদে এদের দৈর্ঘ্য ৮ থেকে ৬০ সেন্টিমিটার । গাছের ওপরেই ওরা বাস করে এবং ফলমূল , সুপারি , পোকামাকড়
ও উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। অন্যদের মতো এরা নিচে নামে না। খুব কমই এদের মাটিতে দেখা যায়। উড়ন্ত কাঠবিড়াল নিশাচর অর্থাৎ ওরা রাতে ভালো দেখতে পায় । উড়ন্ত এই কাঠবিড়ালেরা হওয়ায় ৬০ মিটার পর্যন্ত চলতে পারে ।
এই রকম আরো খবর পেতে NatureLoad.Blogspot.Com এর সাথে থাকুন ।
0 Response to "উড়ন্ত কাঠবিড়াল "
Post a Comment
আপনার মন্তব্য জানান