২. সীমিত খাদ্য ও বাসস্থান : ভূপৃষ্টের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান এবং খাদ্য সীমিত ।
৩. অস্তিত্বের জন্য সংগ্রাম : জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় । ডারউইন এ ধরণের সংগ্রামকে ''অস্তিত্বের জন্য সংগ্রাম '' বলে অভিহিত করেন ।
৪. প্রকরণ বা জীব দেহে পরিবর্তন : চার্লস ডারউইনের মতে ,পৃথিবীতে দুটি জীব অবিকল একই রকম হয় না । এদের কিছু পার্থক্য থাকে । জীব দুটির মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় , তাকে প্রকরণ বা পরিবৃত্তি বলে । অনুকূল প্রকরণ অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে জীবকে সহায়তা করে ।
৫. যোগ্যতমের জয় :ডারউইনের মতে , যে সব প্রকরণ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক এবং পরিবেশের সঙ্গে অভিযোজনমূলক , তারাই কেবল বেঁচে থাকবে ; অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হবে । মেরু অঞ্চলের ভাল্লুক বা বাঘ বা উদ্ভিদ গ্রীষ্মপ্রধান পরিবেশে বাঁচতে পারে না ।
এই রকম আরো খবর পেতে NatureLoad.Blogspot.Com এর সাথে থাকুন ।
0 Response to "প্রকৃতিতে সংঘটিত সাধারণ সত্য "
Post a Comment
আপনার মন্তব্য জানান