স্তন্যপায়ী সরীসৃপ প্রাণী


 প্লাটিপাস


 জীবজগতে এমন জীবের অস্তিত্ব পরিলক্ষিত হয় , যাদের মধ্যে দুটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট বিদ্যমান । এ ধরণের জীবকে সংযোগকারী জীব বা কানেকটিং লিংক বলে । দৃষ্টান্তস্বরূপ প্লাটিপাসের নাম উল্লেখ করা যায় । প্লাটিপাসের মধ্যে স্তন্যপায়ী ও সরীসৃপ উভয়েরই বৈশিষ্ট বিদ্যমান । প্লাটিপাস  সরীসৃপের ন্যায় ডিম পাড়ে এবং গর্তে থাকে । অপর দিকে স্তন্যপায়ীর ন্যায় এদের দেহ লোম দিয়ে ঢাকা । এদের বুকে দুগ্ধগ্রন্থি বর্তমান এবং এরা বুকের দুধ খেয়ে বড় হয় । প্লাটিপাসের ডিম ফুটে শাবক জন্মায় এবং স্তন্য পান করে বড় হয় । এরা সাধারণত স্তন্যপায়ী প্রাণী 

সংযোগকারী প্রাণীদের অধিকাংশ পৃথিবীর পরিবর্তনের সাথে কার্যকারীভাবে অভিযোজিত হতে সক্ষম না হওয়ায় পৃথিবী হতে বিলুপ্ত । 

জীবাশ্মের পরীক্ষা হতে এদের ক্ষেত্রে অন্তবর্তী উদ্ভিদের সাক্ষাৎ বিরল ঘটনা হলেও এমন কিছু কিছু উদ্ভিদের কথা জানা যায় , যাদের মধ্যে পাশাপাশি দুটি গোষ্ঠীর বৈশিষ্ট বিদ্যমান । Gnetum বা নিটাম নামক গুপ্তবীজী উদ্ভিদে ব্যক্তবীজী ও গুল্মবীজী উদ্ভিদের বৈশিষ্ট দেখা যায় ।
এ রকম আরো খবর পেতে NatureLoad.Blogspot.Com এর সাথে থাকুন।
Share This

0 Response to "স্তন্যপায়ী সরীসৃপ প্রাণী "

Post a Comment

আপনার মন্তব্য জানান