দীর্ঘজীবী বৃক্ষ

দেবদারু গাছ আমরা সবাই চিনি।হিমালয়ের পাদদেশে এবং বিভিন্ন বরফআবৃত আঞ্চলে এদের বেশি দেখা যায় । এরা খুবই দীর্ঘজীবী হয়।দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এ একটি পাচীন দেবদারু গাছের cross section এ 700 টি স্পষ্ট বাৎসরিক চিহ্ন পাওয়া গিয়েছে । অনুমান করা হচ্ছে যে এই গাছের জন্ম হয়েছিল দ্বাদশ শতাব্দীতে, আলাউদ্দিন খিলজির আমলে ।
বদীনাথের পথে,যষীমঠ নামে একটি জায়গা আছে।সেইখানে গেলেও একটি গাছ দেখা যাবে ।
এর নাম মালবৈরী । এর বৈজ্ঞানিক নাম morus serata. অনেকের ধারণা এই গাছের জন্ম হয়েছিল অষ্টম শতকে।তাহলে প্রায় 1200 বছর বয়স । কালিফরনিয়া অঞ্চলের  রেড উড গাছ বাঁচে দুই হাজার বছরথেকে চার হাজার বছর ।
এই ধরনের আরও তথ্য জানার জন্য সব সময়ই সাথে থাকুন NatureLoad.Blogspot.Com র সাথে।

Share This

0 Response to "দীর্ঘজীবী বৃক্ষ"

Post a Comment

আপনার মন্তব্য জানান