যদি আমি বলি যে পৃথিবীর সবচেয়ে দূতগামী জীব কোনটি।তাহলে অনেকেই বলবেন চিতাবাঘ।কিন্তু তা সম্পূর্ণ সত্য নয়।এই পৃথিবীর সবচেয়ে দূততম প্রাণী হচ্ছে একটি পাখি। এর নাম firgat এর গতিবেগ ঘন্টায় 261 মাইল।
চিতাবাঘ হল সবচেয়ে দূততম চতুষ্পদী জন্তু।এর গতিবেগ ঘন্টায় 70 মাইল।এই গতির কারণে ওদের ভাল brakeing দরকার।তাই সকল বিড়াল প্রজাতির পায়ে নরম মাংস থাকলেও চিতাবাঘের তা নেই।
সবচেয়ে দূততম মাছ হল সেটল ফিস।এর গতিবেগ ঘন্টায় 70 মাইল।
সবচেয়ে দূততম পতঙ্গ হচ্ছে অস্ট্রেলিয়ান ড্রাগন ফ্লাই।এর গতিবেগ ঘন্টায় 55 মাইল।
কচ্ছপ প্রতি মাইল যায় 4 ঘন্টায়।
আর সবচেয়ে ধীর গতির প্রাণী হল শামুক।এর প্রতি মাইল যেতে সময় লাগে 6 সপ্তাহ।
এবার শোন মানুষের হাঁচির গতির কথা।মানুষের হাঁচির গতি হল ঘন্টায় 245 মাইল।যা একটি দূরপাল্লার প্লেন এর গতির সমান।
তবে ভাব যদি এই হাচিঁর সঙ্গে কঠিন পদার্থ বের হত তবে সামনে থাকা কত মানুষ মারা যেত।
তবে ভাব যদি এই হাচিঁর সঙ্গে কঠিন পদার্থ বের হত তবে সামনে থাকা কত মানুষ মারা যেত।
0 Response to "পৃথীবির সবচেয়ে দ্রুতগামী প্রানী"
Post a Comment
আপনার মন্তব্য জানান