জেনে নিন র্স্বন ধরার গাছ সম্পর্কে!

স্বর্ণ এখন গাছ এ ধরে । কিছু দিন পুর্বে এক প্রজাতির গাছের পাতায় স্বর্ণ পাওয়া গেছে ।গাছের নাম ইউক্যালিপ্টাস । এই গাছের পাতাকে শক্তিশালী ইলেক্ট্রন মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে পাতায় স্বর্ণ সনাক্ত করা গেছে । ঐ  স্বর্ণের কণা একদম অনুবিক্ষণিক । তা হলে এর লাভ কি ? সাধারণত  গাছের শিকর ২ থেকে ৪ মিটার গভীরে যায় । ইউক্যালিপ্টাস গাছ পানি পাওয়ার জন্য  অন্যান্য গাছের তুলনায় ২ গুন গভীরে যায় । ইউক্যালিপ্টাস  গাছের শিকর ৭ থেকে ৮ মিটার গভীরে যায় । স্বর্ণ সাধারণত মাটির  ৭ থেকে ৮ মিটার গভীরে পাওয়া যায় । কোন স্থানে যদি স্বর্ণ  থাকে এবং ঐ স্থানে ইউক্যালিপ্টাস গাছ থাকে  তা হলে গাছের পানি শোষনের সময় মূলরোম দিয়ে স্বর্ণের সূক্ষ বা অনোবীক্ষনিক কণা পাতায় চলে যায় । এই মূল্যবান ধাতু আমাদের জন্য মূল্যবান কিন্তু গাছের জণ্য তা ক্ষতিকর । তাই এ সব স্বর্ণ কে গাছ পাতার মধ্যে প্রেরণ করে এবং পাতা কে ঝরিয়ে দেয় । এই ভাবে গাছ ঐ স্বর্ণ থেকে মুক্তি পায় । ঐ গাছের ঝরা পাতাকে পরীক্ষা করে পাতায় স্বর্ণ সনাক্ত করা গেলে বোঝাযায় ঐ মাটিতে স্বর্ণ আছে কি নেই । এতে স্বর্ণ উত্তলন করিদের অনেক সহযোগিতা হয় এবং পরিবেশ রক্ষা পায় । স্বর্ণ খোজার  জন্য শত শত বর্গ মিটার বনের গাছ পালা কেটে ফেলা হয় । ইউক্যালিপ্টাস গাছের পাতার জন্য শত শত বর্গ মিটার বনের গাছ পালা ও পরিবেশ রক্ষা পায় এবং স্বর্ণ মাইনার দের অনেক সময় ও খরচ উভয়ই বাচে ।


তাছাড়া দেবদারু গাছের মাধ্যমেও বোঝাযায় ঐ মাটিতে স্বর্ণ আছে কি নেই ।

এই ধরনের আরও খবর পাওয়ার জন্য  NatureLoad.Blogspot.Com এর সাথে থাকুন।
Share This

0 Response to "জেনে নিন র্স্বন ধরার গাছ সম্পর্কে!"

Post a Comment

আপনার মন্তব্য জানান